নন্দিনী, তুই তো চলে গেলি ড্যাঙ-ডেঙিয়ে
রেখে গেলি পথে পথে আলতা পায়ের ছাপ,
কত ঢেউ কত ধূলোবালি পার হলো ডিঙিয়ে
আজও মেপে দেখি একই রয়েছে সেই মাপ।


সেই স্পর্শ সেই অনুভব সেই আধো অন্ধকার
থমকে আছে বাতাসের স্পর্শহীন মেঘের মতো,
শব্দতরঙ্গ থেমে আছে,থেমে আছে সেই কণ্ঠস্বর,
আমি নির্বিকার ফুল,অনাহূত অলি মধুপানে রত,


কত কথা,যেন কত নুড়ি জমে জমে স্বপ্নের পাহাড়
শিখর তখনো বহু দূরে,হঠাৎ বজ্রপাতে নামলো ধস
সব নুড়ি জমা হলো বুকে,সইবে কি এ বুকের হাড়?
আয় না একটি বার,নরম হাতে বুকটাতে বরফ ঘস।