রাজপথ বেয়ে ধেয়ে আসে জঙ্গল,
আমি ছুটতে ছুটতে ছুটতে ছুটতে ...
চলে আসি নদীর কিনারে,


ঝাঁপিয়ে পড়তেই ভাসাতে চায় স্রোত,
আমি চিৎকার করে বলি,
'আমাকে যেতে দাও যেখানে সভ্যতা'


সদ্যমৃত সন্তানের বুকে আছড়ে পড়া
মায়ের মতো আমার প্রতিবাদী স্বর
আছড়ে পড়ে ঢেউয়ের বুকে,


তবু 'ভাসবো না স্রোতে' ধুনুর্ভাঙা পণ,
কোথায় জঙ্গল? কোথায় সভ্যতা?
সবকিছু একাকার আজ...