এই তো সেদিন
হাসি হাসি বর্ণমালায় বলেছিলে,
'চালিয়ে যাও বন্ধু সাথে আছি,
জ্বলে উঠেছিল হাজার ঝাড়বাতি
ঝর্ণা নেমেছিল অজানা উৎস থেকে,
হঠাৎ কী এমন হলো আকাশের?
ঈশানেও দেখেছি, মেঘ ছিল না এক চিলতেও,
অথচ আচমকা দমকা হাওয়ায়
ভেঙে গেল ঝাড়বাতি, নিভে গেল রোশনাই,
থেমে গেল ঝর্ণার কল কল রব।


অনেক কিছুই ছিল তোমার,
ছিল অহংকার করার মতো হাজার পসরা,
অথচ মাটিতে পা রেখেই
হাত বাড়িয়ে বুকে আঁকড়ে ধরেছো অজানা পাখি,
মুক্ত আকাশে নিজের মতো ওড়ার দিয়েছো মন্ত্রণা,
সে আদুরে স্পর্শ আজও লেগে আছে হাজার পালকে,
আকাশ রয়ে গেছে আগের মতোই,
রয়ে গেছে বাতাসের আনাগনা,
নদীও চলেছে আপন বেগে যেমন দেখেছিলে এই তো সেদিন,
যে সুগন্ধী ফুল ছড়িয়েছিলে নদীর বুকে
আজও বয়ে নিয়ে চলে সেই নদী,
বয়ে নিয়ে যাবেও আবহমান,
সেই সুগন্ধই বাঁচিয়ে রাখবে তোমাকে
এই মরজগতে ...


হ্যাঁ বন্ধু, চালিয়ে তো যেতেই হবে,
'চরৈবেতি' জীবনের বয়ে যেতে হবে ভার,
শুধু রয়ে গেল একটাই অভিমান ,
ভেঙে গেলে মাঝপথে সাথে থাকার অঙ্গিকার ।