আগে ছিল চোরা স্রোত
সহজে মিলতো না খোঁজ,
যারা ভেসে যেতে চাইতো
পেরোতে হত অনেকটাই বন্ধুর পথ ...


দিনে দিনে ক্ষয়েছে শিলা
বেড়েছে স্রোতের তীব্রতা,
আবরণ গিয়েছে ধসে।
এখন প্রকাশ্য স্রোত,
চাইলে সহজেই ঝাঁপানো যায়
কাঁপানো যায় চারপাশ...


কে যেন বলেছিল,'সহজতা ভাল নয়,
লুকনো পাথরে ঘাপটি মেরে থাকে বিপদ।'


সে যে-ই হোক, অন্তত
মহাপুরুষ ছিল না কখনই ....


অথচ আশ্চর্য! অক্ষরে অক্ষরে
ফলে যায় তার কথা।
প্রায় রোজই দেখি, লুকনো পাথরে
ঠোক্কর খাওয়া মাথা নিয়ে ভেসে যায় সভ্যতার লাশ ...