হয়তো তুমি বিশাল আকাশ
আমি ক্ষুদ্র শঙ্খচিল,
বিদায় নিলেও আকাশখানির
হয় না ফিকে নীল।
হাজার চিলে মুখর বাতাস
একটা গেলে ক্ষতি কি?
তবুও বিদায় খেদ জানিয়ে,
ফিরবে তোমার মতি কি?
মর্যাদাবোধ আসল পুঁজি
অন্য পুঁজির কি বা দাম?
তবুও দেখি অসৎ জেতে
সততার বিধি সদাই বাম।
দূষণ ছড়ায় কেউ আকাশে
কেউ কেউ পায় সাজা,
কেউ বা আবার পার পেয়ে যায়
কেমন বিচার রাজা?
কড়া নেড়েও পাই নি সাড়া,
নীরব কেন ভাই?
হাজার পাখির দঙ্গলে তাই
ফাঁকটা রেখেই যাই।