তুমি কাছে এলে মনে হয়
সমুদ্র এসেছে কাছে,
বালি ভিজে যায় লোনা জলে
বুনো পাখি ডাকে গাছে।


সৈকত জোয়ারে ভাসে
দরিয়ায় দোলে তরী,
ডুবে গিয়ে তুলে আনে
জলে থাকা পরী।


গোধূলির আগে জ্বলে ওঠে
জলসাঘরের আলো,
পাড় বলে,"ঢেউ, ভাঙো যত পারো
আজকে বেসেছি ভালো।


বাতাসের ঠোঁটে মেঘমল্লার
ক্রমে ক্রমে বাড়ে রাত,
জমে ওঠে খেলা শতরঞ্জ
ঘোড়ার চালেই মাত।


থেমে গেল বুঝি সমুদ্রগর্জন,
মেঘের ওড়নায় মুখ ঢাকে চাঁদ,
উথাল প্লাবন দুকূল ভাসিয়ে
এবার মেনেছে বাঁধ।