কারও হাত কাঁপে পিঁপড়ে নিধনেও
কেউ হাসিমুখে করে মানুষ খুন,
কেউ কচুপাতা,কিছুই মাখে না গায়ে
কেউ রেগে যায় পান থেকে খসলেই চুন।


বিলিয়ে দিয়েই সুখ খোঁজে কেউ
কেউ বা ঝোল টেনে যায় নিজেরই পাতে,
লোকের বিপদে কেউ ছুটে ছুটে যায় ,
লোককে ঠকিয়ে কেউ খুশিতে মাতে।


মান গেলে কারও ঘুম চলে যায়,
কারও বা চামড়া গণ্ডারের মতো পুরু,
নিজেরই বিবেক-বুদ্ধিতে চলে কেউ,
কেউ বা চলে তেমনই যেমনটি চালায় গুরু।


দুকান কাটারা মাঝখান দিয়ে চলে
কেউ বা লজ্জায় লুকিয়েই ফেলে মুখ,
কেউ ফাঁকিবাজ, ফাঁকি দেয় কাজে
কেউ বলে, "কাজের মাঝেই পাই সুখ।"


সব কাক যদি একই স্বভাবের হয়
মানুষে মানুষে কেন এ বিভেদ?
বলতে তো হবেই,'জয় স্রষ্টার জয়'
তবু থেকে যাবে এই খেদ।