খসছে তারা জ্বলছে তারা
আকাশ নির্বিকার !
আমার বুকে বাষ্প জমে
যায় বা আসে কার ?
ঝরছে মুকুল ফুটছে মুকুল,
মালির তাতে কি ?
নুন আনতে ছুটছে অলি,
পান্তা ভাতে ঘি !
ডুবছে তরী ভাসছে তরী,
শুনছি কলতান,
কিরণ মেখে হাসছে নদী,
থামছে না তার গান ।
কাল যে ছিল আজ সে মাটি,
কেউ বা পুড়ে ছাই,
পৃথ্বী ঘোরে আপন বেগে,
যেমন ছিল তাই ।
আকাশের ঐ নীল গভীরে
যতই ডুবে রই,
হাঁতড়ে যে পাই শূন্যতা সব,
পাই না যে তার থই !