যাবার
কথা ছিল আনন্দে বেণী দুলিয়ে
চলে গেলে
অভিমানে ঠোঁট ফুলিয়ে


যে লেখা
তোমাকে করেছে অভিমানী
সে লেখা
কেন লেখা,আমি শুধু জানি


সমাপতন
ঘটে যায় কখনো সখনো
দেখা যায়
কিছু তারা, কিছু তারা থাকে লুকনো


খোলা
বই বলে কিছু কি হয়?
দু-একটি
পাতা খোলা থাকে,তার বেশি নয়


যখন এসেছিলে বসেছিলে কোন ডালে
তারও আগে
গজিয়েছিল কিছু ডাল
             কিছু ডাল গজিয়েছে হালে


প্রশ্নেরা উঁকি দিলে
                      কেন চেপে রাখো?
মুখের রেখা পড়তে চাই যখন
               কেন দুহাতে মুখ ঢাকো?


ভুল বোঝা ভাল নয়
অকারণে কষ্ট হয়


যদিও
সকল কবির মতোই মানি
কবিতা খানিকটা আত্মজীবনী


তবু বলি
সব কথা কেবল তোমারই কথা নয়
বাঁকে বাঁকে পলি পড়ে,কিছু পলি জমা হয়...