কামড়াকামড়ি। ধস্তাধস্তি। যে যার পথে ফেরা।
তিন খন্ডে দিন অবসান, মোহকুয়াশায় ঘেরা।


সাধুর শংসা।অসাধুর নিন্দা।পাত্রটি তাহলে খাঁটি।
উলটপুরাণে কণ্ঠের মালা এক্কেবারে মাটি।


রাস্তার মোড়।নাটক-সিনেমা। দশতলা অথবা বস্তি।
কলমের মুখ,্মানুষের মুখ, অর্ধেক জুড়ে খিস্তি।


হিটলিষ্টে কিছু। গুডলিস্টে কিছু। কে বানাচ্ছে সেটা?
কাঠঠোকরার ঠোঁটটা আনাড়ি, ঘাস খেয়ে খিদে মেটা।


পরহিতে সুখ। রতিতেও সুখ। শুভনিদ্রায় আরও।
দড়ি টানাটানি।জিতলে ধুঁধুল, হারলে ঘুমের বারো।