চেয়ে দ্যাখো,হে অতৃপ্ত আত্মা, যত বাষ্পকণা
দিয়েছিল সাগর, নদী, পাহাড়ের জমা বরফ,
ঝরিয়েছো ইচ্ছে মতো,ভিজিয়েছো প্রিয় মৃত্তিকা।
আজ নিঃশেষ,মেয়াদী রং ধনু ফিকে হতে হতে সাদা।


সাদা! তবু অলক্ষ্যে মিশে থাকে সাতরঙা রত্নরাশি,
মানিয়ে যদি নিতে পারো, তারও মূল্য কম কিছু নয়।
ঐ দ্যাখো ত্যাজ্য করেনি আকাশ,ভোলেনি নক্ষত্র,
বৃষ্টিরা ঝরে গেলেও কী অপরূপ ঐ মেঘ নীলের ক্যানভাসে!


নীল শূন্যতা!তবু হাজারো আয়োজন আপাত শূন্যতায়।
যে রং ঝরে গেছে তুলে নিতে চাও?সে তো মিশে গেছে
পাঁকে!বিপ্লবে সমাজ বদলায়, প্রকৃতি বদলায় কি হাজার
বিদ্রোহে? বহুকাল ধরে জ্বলেছে অঙ্গার,ভস্মতো হবেই একদিন।


মেনে নাও আকাশের ফরমান। সেও তো প্রকৃতি।প্রকৃতি
বিমুখ হলে অভিশাপ হয়ে ওঠে বিজ্ঞান।হরমোন থেরাপি
বাষ্প দিতে পারে, সাদা মেঘ যে হারিয়েছে বহন ক্ষমতা!
কবি বলে, 'সত্যরে লও সহজে'।তবুও রাঙাতে চাও সফেদ ডানা?


অমান্য করতে চাও আকাশের ফরমান?আকাশ ব্যাজার হলে
আমের সাথে সাথে উধাও হতে পারে ছালাও। তখন
সাঙ্গ হতে পারে তারাদের সাথে এই নিষ্কাম আনন্দক্রীড়া,
মহাশূন্যের নীল শুষে নিতে পারে তোমার অবশিষ্ট রং ...