সেদিন ছিল বিশাল আকাশ
বাতাস ছিল খাঁটি,
জল ছিল খুব নির্ভেজালা
সরেস ছিল মাটি।


তখন ছিল দিলদরিয়া
আসল ছিল হাসি,
প্রেমও ছিল একমুখী সব
কেউ হত না বাসি।


সেদিন ছিল অঢেল সময়
অল্পে খুশি হওয়া,
হাওয়া যেমন চলে চলুক
নিজের মতো বওয়া।


তখন গানে সুর ছিল বেশ
টান ছিল খুব ধনে,
তবুও তেমন খাঁই ছিল না
শান্তি ছিল মনে।


সবই যখন আগেই ছিল
এখন তবে কী?
এখন শুধুই ডান হাত শুঁকি
খেয়েছিলাম ঘি।