অপেক্ষায় থেকে থেকে হে  মিঠে রোদ,তুইও কি
বিরক্ত আজ? এবার ভুলে যা বিনষ্টতা।যত বিরক্তি
যত গ্লানি পাঠিয়ে দে ইতিহাসে।ঐ দ্যাখ, বিদ্রোহী
হলুদ ফুল তোর হলুদ শরীরে মিশে যাবে বলে
গাছের বাঁধন ছেড়ে ক্যামন ঝরে পড়ে টুপটাপ !
জানি তোর  দৃষ্টি-পথ আটকে আছে অন্ধকারে ,
আড়ালেই থেকে গেছে হলুদ ফুলের মনোরম ঝরে পড়া।
তবু কে না জানে,
কত ঘুটঘুটে  অন্ধকারও ঘুচে যায় নব জাগরণে,
কত কঠিন ঠাঁই ধুলিস্যাৎ হয় কঠোর অঙ্গিকারে !


আমিও নিয়েছি শপথ, এবার পরশুরাম হবো,
আদ্যিকালের সেই অচলগাছ ধূলায় মেশাবো
কুঠারের এক কোপে। অনেক খেলেছি শব্দজব্দ
খেলা, এবার সোজা পথে আড়াল সরাবো,
আষ্টেপৃষ্ঠে জড়াবো তোকে,ছুঁয়ে দেবো তোর
অণু পরমাণু।হিম-জর্জর এই শরীর সেঁকে নেবো
তোর অনন্ত আগুনে ,,,,