আলোর খোঁজে চলছি তখন
ঠুকছি দুহাত আকাশদ্বারে,
ইশানকোণে জমছিল মেঘ
ঠেললো গুহার অন্ধকারে।


রাতপাহারা উধাও হতেই
বদ্ধবাতাস চাপলো বুকে।
তবুও ছিল চাঁদের আলো,
হঠাৎ গ্রহণ চাঁদের মুখে।


কে টাঙালো 'প্রবেশ নিষেধ'?
থমকে আছে মুক্ত বাতাস।
একটা পাখি ঢুকতে যেতেই
টানলো তাকে রুষ্ট আকাশ।


নামছিল বেশ ঝর্ণা-নদী
চলছিল বেশ রাগ-অনুরাগ,
পাহাড়গায়ে কোথায় সে পথ!
এখন কেবল খটখটে দাগ।


বন্ধ আজও কলধ্বনি
দগদগে ঘা পাহাড়গায়ে,
কে মাখাবে পরম-মলম
ঐ পাথরের হাজার ঘায়ে?


ইচ্ছে-সাঁতার বন্ধ কবেই,
শ্বাসের সাথে প্রবল আড়ি,
মধ্যপথেও যায় নি গড়া
স্বপ্নে দেখা আপন-বাড়ি।


ভুলছি আগুন আলোর রূপে,
শীতল-ছোঁয়ায় অন্ধকারও।
বদ্ধঘরে রহস্য তার,
খুলবে কি সেই বন্ধ দ্বারও?