মুখ গুঁজি না সওয়ার হয়ে
মরুভূমির উটে,
দু হাত দিয়ে সরাই বালি
মরুদ্যান যায় জুটে।


সেই বাগানে সবাই বসুক
ডাকবো দু হাত তুলে,
কে মেরেছে 'কলসী-কানা'
যাবোই তখন ভুলে।


চোখ বুজিয়ে থাকলে কি আর
ওই মেওয়াটা ফলে?
চোখের বালি যায় যে ধুয়ে
সেই চোখেরই জলে।


ফুটছে কমল দেখছে সবাই
শ্যাওলা তখন হাসে,
ঈশান কোণে জমতে থাকে
মনের সুখে ভাসে।


পুকুরটা ভাই বারোয়ারি,
কে বাড়াবে হাত?
ভাবতে গিয়ে দিন চলে যায়
ঘনিয়ে আসে রাত।


পায় কি শোভা এমন ভাবা
"জমছে যা তা জমুক,
মুখ লুকিয়ে থাকবো বসে
শ্যাওলা সরাক অমুক!"


দেখেও যদি দেখতে না চাও
কিসের তুমি কবি?
লেখা যেমন, কাজও তেমন
তোমার মনের ছবি।


'কোদালকে ভাই কোদাল বলি'
যে যা ভাবে ভাবুক,
অসৎ-পিঠে জোরসে কষাই
কলম-রূপী চাবুক।


বিশ্বজুড়ে বলছে বাতাস,
"মিথ্যারই হয় হার,
দেয় কবিকেই এই পৃথিবী
সৎ সাহসের ভার।"