নষ্ট সময়
নষ্ট জীবন
কষ্ট যা তা রয়েই গেলো,


কাঁদছে আকাশ
বলছে বাতাস,
'ঘুরছে ধরা,চোখটা মেলো।'


কাব্য তোমার
কাব্য আমার
চার দেয়ালে বন্দি যেন!


কাব্য যদি
অথৈ নদী!
নদীর পাড়ে ফন্দি কেন?


চলছে যেমন
চলবে তেমন,
আসবে বদল কিসে?


গাইবে যখন
ভিন্ন সুরে
মারবে তোমায় পিষে।


চলতি স্রোতে
টান যে বেশি,
গা ভাসানোই সোজা,


উজান পানে
চলা মানেই
একেলার পথ খোঁজা।


কথায় বড়
সবাই হবে,
কাজে কি আর হবে?


স্বভাব যদি
জিনেই থাকে
আসবে বদল কবে?