বাড়ছে ভুঁড়ি দিনে দিনে
   মুষড়ে আছেন হরেন,
দৌড়ঝাঁপ তো কম হল না
   কী আর তবে করেন?


গিন্নী বলেন,"কাজ হবে না
   কেবল জগিং করে
খাওয়া-দাওয়া দাও কমিয়ে
   যাবেই চর্বি ঝরে।"


চর্বি তবু কমলো না তার
   কমলো কেবল খাওয়া,
কত শত দাওয়াত পেয়েও
   হয়নি যে তার যাওয়া।


"বাদ দিন তবে চর্বি কেটে"
   নিদান দিলেন ডাক্তার,
শুনেই হরেন এক ঘুষিতে
ফাটিয়ে দিলেন নাক তার।


এমন সময় সাধু মামা
   এলেন কোথা থেকে,
বলেন, "তোমার মুখটা কেন
   মেঘেই রাখো ঢেকে?


গোমড়ামুখে সব সাধনাই
   হয় যে কেবল ব্যর্থ,
যতই তোমার থাকুক না জেদ
   যতই থাকুক অর্থ।


লাটাই তোমার হাতেই আছে
   ওড়াও ইচ্ছেঘুড়ি
হা হা করে হাসবে যত
   ঝরবে তোমার ভুঁড়ি।