কোন এক চেপে বসা ভার --
নদীর বুকে যেমন পলি,
জমা হয় অহরহ।


অহরহ আঘাত পাথরে --
যদি নড়ে, যদি কিছুটা ক্ষয়ে
লাঘব হয় কিছুটা ভার!


কিছুটা ভার ছড়িয়ে দেওয়া --
ছড়িয়ে দেওয়া বিলিয়ে দেওয়া
বাতাসে আকাশে নদীর স্রোতে।


নদীর স্রোতে ভাসে লাশ --
ভাসে জঞ্জাল,গোলাপের পাঁপড়ি,
থেকে যায় পলি, জমা হয় বুকে।


বুকের পলি হয়ে যায় অক্ষর --
হয়ে যায় শব্দ-বাক্য-কবিতা,
বাতাসে স্পন্দিত হয় শব্দতরঙ্গ।


শব্দতরঙ্গ আছড়ায় বুকে --
অহরহ আঘাত অলিন্দে নিলয়ে,
রক্তাক্ত হয় চৌখুপি।