মাঝে মাঝে চোখ রাখি খোলা প্রান্তরে,
আকাশ পেরোতে থাকে সূর্য, ফুটে ওঠে তারা,
ফুটে ওঠে কিছু চিত্র, মলিন কদর্য বেমানান,


অবাধ অথবা পলকা বেড়া!
ধু ধু নয়, নয় মরু প্রান্তর, নরম সবুজ ঘাসে ঢাকা,
সতর্ক পদক্ষেপ বড়ই জরুরি,


অথচ অবাধে ঢুকে যায় কিছু মত্ত মুখোশ,
মথিত হয় সবুজ ঘাস, জেগে ওঠে দগদগে ঘা,
তবু আয়নার সামনে কে-ই বা দাঁড়াতে চায়?


অহরহ বাক্-যুদ্ধ সূর্য আর মাটির প্রদীপে,
কে-ই বা বোঝাবে এ প্রান্তর সবার জন্য নয়,
সাক্ষর হলেই কি হওয়া যায় সুন্দরের পূজারী?


সাবধান! রেখায়-লেখায় স্পষ্ট থেকে স্পষ্টতর হয়
অন্তর-চিত্র! 'ভাল রাঁধুনিরা না কি ভাল মানুষ হয়!'
কখনও ছিল না, এখনও এ কথা ধ্রুব সত্য নয় ...