আবছা আলোয় ঝাপসা ছবি
আঁকছো তুমি যুগের কবি,
অন্য অনেক পায়ের ছাপে
ধূলোর কণায় ভর্তি পাপে।
থমকে ছিলাম পথের ধারে
দুলছে ভূমি পাপের ভারে--
ভাবনা মনে কোন্ পথে যাই
অরূপ রতন কোন্ পথে পাই!


তোমার ধূলোয় মুগ্ধ আমি
হলাম এবার অন্ধগামী,
পাপের ধূলো ওড়ায় বাতাস
মেঘলা জানি তোমার আকাশ--
চোখ মেলে পাই মেঘের ফাঁকে
জীবনটা-ভর খুঁজছি যাকে।
মেঘের আড়াল সরিয়ে দেখি
রত্ন অঢেল, নয় তা মেকি।


আবছা আলোয় জাদুর জগৎ,
সরাই কেবল পাতলা পরত--
অবাক চোখে প্রকট আলো,
হচ্ছে জড়ো সকল ভালো।
ধন্য তুমি  গণ্য কবি,
ভাবুক বানায় ঝাপসা ছবি।
তোমার পাশেই বানাই বাড়ি
তোমার সাথেই দিলাম পাড়ি--