যেদিন তোমার থাকবে না প্রেম সেদিন তুমি শেষ-
চিরসবুজ গাছের মতই প্রেমও থাকে বেশ।
মহাজ্ঞানী মহাজনও প্রেম বিলাতেই বলে-
প্রেমের মর্ম বোঝে যে জন প্রেমপথেতেই চলে।
মনের মাঝে কূটকচালি থাকলে কি সে বোঝে?
শুদ্ধ কাজের মাঝেও সে যে অশুদ্ধতাই খোঁজে!
আসল কথা মনের ব্যথা ঈর্ষাতে পায় রূপ-
পাকলে পরে যায় না রাখা, ঝরেই পড়ে টুপ।
থাকতে সময় শুধরে নিও বাসতে শেখো ভাল-
যা বিলাবে ফিরেও পাবে একই রকম আলো।
প্রেমটা তো নয় একই রঙের, সাতটা রঙের শ্বেত-
প্রেমিক-মনে বাসা বাঁধে শুভ অভিপ্রেত।