ভোরের আলো আসবে বলে
যেই দিয়েছে উকি,
মাখবো বলে বেরিয়ে দেখি
সূর্য দিল টুকি!
মেঘের পর্দা সরিয়ে দেবার
সাধ্য আছে কার?
জয়ের গেলাস ঠোঁটে এসেও
ফসকেছে বারবার।
এবার যখন আসবে তখন
সঙ্গে রেখো হাওয়া,
মেঘের দেখা একটু পেলেই
করবে পিছু ধাওয়া!
যার কাছে যা থাকা উচিত
সেটা কি আর থাকে?
আলো কোথায় বাতাস পাবে?
সাগর কেড়ে রাখে!