মার মার কাট কাট ভালবাসা নাইরে
টক টক ঝাল ঝাল কথাগুলো পাইরে;
হই হই  রই রই  গলাফুলো চিৎকার
কচি কচি মুখগুলো শুনে দেয় ধিক্কার।


শুনশান সন্ধ্যার পলগুলো কাটে রে
যার যার মতামত জনতায় বাঁটে রে;
মনে হয় নাহি ভয় শেষ হবে তমসার
দাদাদিদি এই বুঝি মান রাখে ভরসার।


সেজেগুজে ভেবে ভেবে কত কথা ঝাড়ে রে!
অ্যাড পায় ঝুড়ি ঝুড়ি টি আর পি বাড়ে রে।
রাত যায় দিন আসে ঘোড়া ছোটে হা রে রে
রাশি রাশি বাসি বাসি কত ডিম পাড়ে রে!