বুঝিস তো সবই,
তবু বার বার কেন জানতে চাস কি চাই আমি!
শুধু অনুভবে মন ভরে না বুঝি?
মুখ-নিঃসৃত শব্দতরঙ্গে দোলাতে চাস বুঝি কর্ণপটহ
কথাকলি নৃত্যের তালে তালে?
জাগাতে চাস অপরূপ শিহরণ মস্তিষ্কের কোষে কোষে?
শোন্ তবে,
যখন নিঝুম রাতে একলা পৃথিবী কোন এক তারার
কাছে চায়, 'খসে পড় এই বুকে',
তেমনি আমিও চাই, তুইও একলা বিছানায় যখন ঘুম
আসি আসি করেও দুষ্ট বালিকার মতো লুকিয়ে থাকে
ঝোপের আড়ালে, তখন রাত-বাতির আবছা আলোয়
কেবল আমাকেই দেখিস যেন পক্ষিরাজ ঘোড়ায়।
যখন উথাল সাগর
নিরুদ্দেশে যেতে যেতে ঢেউছানি দিতে দিতে
ডেকে ডেকে যায়, তখন যেন দেখিস, শুধু তুই আর আমি
হাত ধরাধরি করে ছুটেই চলেছি বালুকা বেলায়।
অথবা কোন সন্ধ্যায় যখন নবমীর চাঁদ
উঁকি দেয় পাহাড়ের মাথায়,একলা ছাদে তুই, কমলার
ঝোপে জোনাকির খেলা দেখতে দেখতে হঠাৎই যে মুখটা
তোর চোখে ভেসে ওঠে, সেটি যেন অবিকল আমারই মতো হয়।
অথবা প্রবল জ্বরে আধা-চেতনায় যখন শয্যাশায়ী তুই,
তখন যে হাতটা ভীষণভাবে তোর কপালে পেতে চাস,
সেই হাত যেন শুধু আমারই হয়।


আরো কিছু শুনতে চাস্ বুঝি?
এখনো অনেক জিজ্ঞাসা কেন তোর দুটি চোখে !.
শোন্ তবে , আর যা কিছু চাই তা কবিতা নয় মোটে ..