আবেগেও মিশে থাকে খাদসম জল-
বুঝতে সে পারেনি তা আলাপের দিনে,
প্রেম ভেবে বুক পেতে নিয়েছিল ছল,
আবেগেও মিশে থাকে খাদসম জল।
আজ দেখে ঝরে পড়ে প্রেম-শতদল;
মন-দেখা চোখ পেলে নিত বুঝি চিনে-
আবেগেও মিশে থাকে খাদসম জল,
বুঝতে সে পারেনি তা আলাপের দিনে।