কবিতা আর আসে না আগের মত-
আসলে বিশ্বাস নিঃশেষ হলে সত্তা মরে যায়;
স্বভাবে প্রভাব ফেলে পুরনো ক্ষত।


-----
পরামর্শ মেলে যত্রতত্র সাহায্য আর মেলে কই?
ভুলভ্রান্তি হল ছিন্ন পাতা, সম্পর্ক হল আস্ত বই।


কাজে মেলে আসল প্রমাণ, আছে তা প্রবাদে-
মুখের কথা জলের মতই গড়িয়ে পড়ে খাদে।


দাতার কর্ম দিয়েই যাওয়া নীরবে নিভৃতে-
সূর্য যেমন চায় না কিছু, চায় শুধু সে দিতে।