সাধনা অব্যাহত আজও-
নির্বিকারে নিতে হবে পাথর, নিতে হবে ফুল;
সময় যা দাবি করে সেটা সময়েরই ভুল।


একদা ধারালো হাঁসুয়াও
নির্বিষ ভোঁতা হয় অনবরত ছোবল দিতে দিতে,
কান্না ভুলে যায় আহত তোতা, মেতে ওঠে সঙ্গীতে।


সবুজে অবুঝ ফড়িং
রঙে রঙ মিশিয়ে নিজেকে অতি নিরাপদ ভাবে,
পথিকের পা থেকে বাঁচার মন্ত্র সে কোথায় পাবে?