তুমি না থাকলে 'প্রেম' কথাটিও থাকত না অভিধানে-
তুমি না থাকলে রজনীগন্ধা তাকাতো না চাঁদপানে,
তুমি না থাকলে নদী বয়ে যেত উঠতো না কোন ঢেউ,
তুমি না থাকলে ফুল ফুটে যেত গন্ধ পেত না কেউ।


তুমি না থাকলে লিও নার্দো আঁকতো কি মোনালিসা?
তুমি না থাকলে কলকল নদী মরুতে হারাতো দিশা,
তুমি না থাকলে পলাশের রং হয়ে যেত সব ফিকে,
তুমি না থাকলে জমতো না পলি, মরুভূমি চারিদিকে।


তুমি না থাকলে গীতিকথারা পেত কি সুরের ছোঁয়া?
তুমি না থাকলে আকাশের নীল কেড়ে নিত কালো ধোঁয়া,
তুমি না থাকলে হিমেল বাতাস বয়ে যেত বারো মাস,
তুমি না থাকলে শিশিরের ছোঁয়া পেত না সবুজ ঘাস।


তুমি না থাকলে পাহাড়ের বুকে ঝর্ণা দিত কি দেখা?
তুমি না থাকলে  স্নানের শেষে হত না সাঁতার শেখা,
তুমি না থাকলে লক্ষ কবিতা দেখতে পেত না আলো,
তুমি না থাকলে ভগ্ন বাসায় জুড়তো কে আর ভালো!


তুমি না থাকলে বিষন্ন উঠোনে ঝরতো কি আর বৃষ্টি!
তুমি না থাকলে ঘুরে যেত গ্রহ থেমে যেত সব সৃষ্টি,
তুমি না থাকলে কোকিল কি আর ভুবন ভরাতো গানে?
তুমি না থাকলে এই বেঁচে থাকা  খুঁজেই পেত না মানে।