যুদ্ধের মাঠ পেরিয়ে এসেছি কবে!এবার
অদূরের দ্বীপ, কাঁটা তার ভেঙে ফ্যালো,দুদণ্ড
জিরোতে চাই তোমার রোদ ঝলমলে উঠোনে,
আদিম বনস্থলী থেকে যাক চতুষ্পদী দেশ হয়ে।
দ্যাখো,উষ্ণতায় কেমন গলে যায় কত কঠিন ধাতুও।


হে দুর্গম দেশ,পরখ করবে কি কাঁটাতারে?
তুমিও দেখেছো, আমিও দেখেছি, কেবল
গলনক্ষমতা নয়, উত্তাপে বেড়ে যায় সবকিছু।
তুমিও পেরিয়ে এসেছো,আমিও পেরিয়ে এসেছি
সুদীর্ঘ পথ।পিছনেই পড়ে থাক যুদ্ধের মাঠ


পরিত্যক্ত অবহেলায়।বরফও জমে থাক বহু বহু
দূরের পাহাড়ের মাথায়।এসো বুনসেন দীপ জ্বালি,
মুগ্ধ চোখে দেখি,কি অদ্ভুত ক্ষমতা উষ্ণতার!দেখি,
কেমন গলে যায় সুদূরের মেঘ, অদূরের বরফ,
এমন কি কাঁটাতারের বেড়া!দেখতে চাও তার


প্রসারণ ক্ষমতাও?দেখে নিও বেড়ে যায় ধাতু অধাতু
এমন কি উঠোনও!ঐ দ্যাখো উঠোনের চারপাশে কত
শত গাছ, সব গাছে থরে থরে বিন্যস্ত ফুল।
বাড়িয়েছো হাত? পাচ্ছো কি হাতের নাগালে?
দীপ জ্বালো,দ্যাখো, উষ্ণতায় বেড়ে যায় হাতও ...