এই যে তুমি হাওয়া হলে কিচ্ছুটি না বলে;
কষ্ট কেবল কথার কথা যাচ্ছে তো বেশ চলে!
আসল কথা দিনটা যাবে আসবে আবার রাত,
রাতটা গেলে পাখনা মেলে আসবে সুপ্রভাত ।
হয়তো হত গল্প বলা কল্প কথার চাষ,
মৌন থেকেও থামছে কি আর ? কাটছেতো দিনমাস।


গত মানেই মিলিয়ে যাওয়া সুখ অথবা দুখ,
যে ভুখ সেদিন মিটেই গেল, আবার জাগে ভুখ;
যে আসে সে সঙ্গে আনে ফিরে  যাওয়ার টিকিট,
ঝাঁঝরা করা কীটের স্বভাব, লাভ কি জেনে কি কীট?
আসল কথা কাল কাটানো, আর তো সবই খেলা-
খেলার মজা মাঠেই খতম, সাঙ্গ হবে বেলা।