দূর হতে ভেবেছিনু ক্ষুদ্রক্রীয়া,
চেতনা ফিরিল মনে কাছে আসিয়া।
অনিয়মে অচেতন ভাঙে মোর কায়,
কালের নিয়মে বলবানও নিরুপায়।
আশাহত যে মানব ধরণীর তীরে,
দাড়িয়াছে দরিয়ায় দান্তি দরবারে।
সেও বুঝি জেগে ওঠে প্রভাতের ন্যায়,
বাঁচিবার আশা জাগে তারও আত্মায়।
ধর্মের কল আজ নিয়মের চাপে,
অকেজো হয়েছে বিধাতার অভিশাপে।
ধ্বংস; যা ক্ষতিকর সমাজের ক্ষত,
আগুয়ান আগামী শালুকের মতো।
শত কোটি শশাঙ্ক উটিয়াছে জাগি,
কলোড়িত কলতান মানবের লাগি।
রামধনু অবিরাম রাঙিয়াছে সাজে,
দূর হতে উজানে; চড়ে পক্ষিরাজে।
চিৎকার কল্লোল উতরোল ছেড়ে,
নির্জনে; মনে হয় আছি বহু দূরে।
ঝরে পড়া রক্ত-খুন হানাহানি,      
লাগে জানি পূর্ব; ঘরে ছিটকিনি।
মারণ রোগের তরে কারফিউ জারি,
অক্রিয় রাস্তাঘাট; বন্ধ সব চুরি-জোচ্চুরি।
জাগায় যে প্রাণে শুধু আশা' বাঁচিবার,
এমন সুনামি যেন আসে বারবার।