দুই নয়নে স্বপ্ন আমার খোকা তোরে লইয়ে,
অনেক বড় হইবি ভেবে কষ্ট যাচ্ছি সইয়ে।
লেখা পড়া করাবো তোরে মহাবিদ্যালয়,
তুই সহ যেন সবার মুখে হাসি পায়।


প্রাইমারী শেষ করলি খোকা হেসে খেলে,
রেজাল্টা ও বেশ ভালই করলে।
স্কুল সেরা ছাত্র তুমি ছড়ালে আলোড়ন,
শুন্য হতে শুরু তোমার শিক্ষার জীবন।


মাধ্যমিক এ উঠলে যখন স্বভাব গেল পাল্টে,
এলোমেলো চলাফেরা খবর আসে বাড়ীতে।
গোপনে ঘুরি দেখবো বলে খোকার চলাফেরা,
যা দেখলাম দুই নয়নে কষ্টে অগ্নি ঝরা।


লেখাপড়ার নামে যেসব করছিস খোকা তুই?
কেউ যেন আর না হয় এমন ভাবছি শুধুই।
তুই ছাত্র নামের কলঙ্ক হইলি কেমনে,ভাবি শুধু তাই?
নেশায় খেয়েছে তোরে খোকা পালাবার উপায় নাই।


কলেজে এসে গেলে ফেঁসে বলি কেমন করে ?
বন্ধুদের আড্ডায় জড়িত হাড়েহাড়ে।
সর্বনাশার মধ্যমণি ছলনার কারিগর,
মাতাল হয়ে ভাঙ্গলে কত রমণীর ঘর।


নেশাগ্রস্থ বটে, তাই বলে সহপাঠীকার গায়ে হাত তুল্লে কেমন করে?
ওর সমবয়সী বোন তো রয়েছে তোর ঘরে।
ঘরের কথা ভাবলিনা, যাস অন্যথায়,
একটা সতীত্বকে রুপান্তরীত করলি পতিতায়।


২২/০৩/২০১৮