আমার বাবা নায়ের মাঝি, আমার কিসের ডর,
ভাঙ্গা তরীতেই ওপার যাবো কি করবে মোরে কাল বৈশাখী ঝড়।
আমার বাবা মস্তবড়, সুনাম সারা দেশে,
বিনা টাকায় বিদেশ যাব ,কার কি যায় আসে।


ন্যায় নীতির ধার ধারিনা চলি ইচ্ছা মত,
প্রতিদিন বাবার কাছে অভিযোগ আসে শত।
কিছুই হয়নি আমার, বাবা বলেছে ডেকে,
মারবি আগে অভিযোগ যে দিবে তাকে।


আমি তার কথা মতই চলি, করিনা বাচবিচার,
কেউ অভিযোগ তো দুরের কথা এখন আমার নাম শুনলেই অন্যরকম ব্যাপার।
কোন অভিযোগের ই নথী নেই আমার বাবার অফিসে,
দুষ্ট কাজে জননী ও খুশি আরো খুশি নগদ টাকার ঘুষে।


আমার বাবা দেশের মাতব্বর, বাবার মাতব্বর মা,
মায়ের কাছে আসলে বাবা থরথর করে গা ,
আমি সেই বাবার ছেলে চলি ছলেবলে,
খোদার নিকট নিখাদ ফেঁসে যাবো এমন দুষ্ট হলে।


১৪/০৪/২০১৮