মেয়েটিকে দিয়েছি বিয়ে করবে স্বামীর ঘর,
এত বছর লালন পালনে সইছেনা অন্তর।
আদর সোহাগে করেছি মানুষ ভাবিনি কখনও ?
আমাদের ছেড়ে চলে যাবে, মোর চোঁখে জল এজন্য।


"মাগো" তুমি ভয় পেওনা আল্লাহ সহায় আছে,
স্বামীর সাথে মিলে মিশে সংসারটা নাও গুছে।
শশুড়, শাশুড়ির কর সেবা,  যেমন করেছো আমাদের ?
এখনতো তোমার স্বামীর বাড়ীই থাকবে তোমার অন্তরে।


আমি, তোমায় দেখতে যাব নতুন কুটুম বাড়ী,
সঙ্গে নিবো জোড়া ইলিশ আর পান সুপারি।
এই মাত্র দুই দিন হলো হয়েছে তোর বিয়ে,
মনে হচ্ছে একটি যুগ গেছে বয়ে।


বিয়াই বিয়েন সাহেবকে বলে তোকে নিয়ে আসবো বাড়ী,
ধৈয্য ধরো,সৈয্য করো, করোনা আহাযারী।
মেয়েদের জীবনটাই এমন, বিধাতার বিধান,
বিয়ের পরে স্বামীর বাড়ীই মূল স্থান।


যথেষ্ট অর্থ সম্পদ প্রভূ দিয়েছেন আমায়,
বিধান থাকলে সারাজীবন পুষতাম "মাগো" তোমায়,
তুলে দিতাম না পরের হাতে, হৃদয় করে চূড়মাড়,
তুমিতো বোজা নও, কলিজার টুকরা আমার।


০৫/০৪/২০০১৮