সৃষ্টি সুখের তারুণ্য ,তাই মরণের করিনা ভয় !
যেদিক ইচ্ছে মন সেদিক ছুটে যায়।
কখনও কালো মেঘের ভেলা ,
আবার কখনও একটু হাসির বৈশাখী মেলা।


মন আছে তাই করি মনের লেনাদেনা ,
সুখ পাখিটা আবার সবার পোষ মানেনা।
মাঝ পথে চোরাবালুতে ডুবে কারো তরী !
আবার সুখের সর্বচ্চ সিমায় কেউ দিতে পারে পাড়ি।


হৃদয়ের লেনাদেনা হয় যদি কারো,
হোক পবিত্র প্রেম নষ্টামি ছাড় !
কলঙ্কিত করোনা জীবন ?  জীবন বড় দামি।
পতিতার স্বাদ করিওনা গ্রহণ, হইওনা বিপদগামী।


স্বাদ জাগেতো ঘড় বাঁধ, করো বিধানমূলীয় সংসার,
সৃষ্টি সুখের তারুণ্য, নিয়ম মানবতার।
অকালে হারালে কূল পরে পাবেনা ঠাই !
সময়ের কাজ সময়ে করো তাতে যদি পাড় করেন মোদের সাঁই।


৩১/০৮/২০১৭ ইং