ও মাঝি একটু দাঁড়াও দেখবো প্রাণ বন্ধুরে,
এই ঘাটে আসিলে তরী কেমন লাগে অন্তরে।।


বন্ধু আমার দেখতে যেমন আধাঁর রাতের জোৎসনা,
কেউ বলে আমারে পাগল এমন পিরিত করিস না।
আমি বুঝি বন্ধুর কথা,
বন্ধু আমার হৃদয়ে গাঁথা,
চোঁখের আড়াল হলেও বন্ধু যায়না ভুলা তোমায়,
এত মিষ্টি তোমার পিরিত জয় করেছো হৃদয়।
আমি দিবারাত্রি খুজেফেরি পদ্মা নদীর পাড়ে।।


বন্ধু আমার আসবে বলে নৌকা ভাসাই দিঘীর জলে,
বন্ধু আমার আসবে বলে তরী ভাসাই নদীর জলে,
এত ভালবাসি আমি জানেনা তো পাড়ার ছেলে।
আমার বন্ধুর কাচা বয়স মিছে খেলায় হয়নি আপোষ,
ঘুমিয়ে আছে ঐ উঠানে দেখতে আসতো প্রতিরোজ।
চল মাঝি ধীরেধীরে চল,
যেন বন্ধুর গায়ে লাগেনা জল,
কবি সহিম উদ্দিন বলে পাই যেনো গো পরকালে,
বিধির কাছে এই ফরিয়াদ করি করুন সুরে।।


০৮/১০/২০১৮ ইং