গভির রজনীর নির্জন পরিবেশে,
ফুল বাগীচায় বসছি একটু দক্ষিনা বাতাসে।
পুষ্পের মৌমৌ গন্ধে উত্তজিত মন,
সঙ্গতার অভাব বুঝতে পারছি এখন।


নয়ন ফুটে অশ্রু ঝড়ে বলতে পারিনা কাউকে,
দিনের দিন বয়ে গেছে কখনও ভাবিনি নিজেকে।
কত জনে করেছে আদর, ইশারায় বলেছে নানান কথা,
আমি কাহারও কথাই বুঝতে চেষ্টা করিনি,দেইনি কাউকে পাত্তা।


এখন বয়স হয়েছে আমার, কেউ আর আসেনা কাছে,
বলেনা মনের কথা, যেমন বলেছে আগে সকাল সাঁঝে।
একেই বলে চাহিদা, তখন ওদের যৌবনে ছিল রস,
তাই আমাকে বারবার করতে চেয়েছ বস।


এখন আমার চাহিদার পালা এসেছে,
আর ওরা সবাই যার যার মত নিজেকে গুছিয়ে নিয়েছে।
এখন আর চাইলেও যায়না পাওয়া,
জীবনটা যেন বেলুনে ঘেরা হাওয়া।


০২/০৪/২০১৮