মওলা তোমায় ডাকে এ মন পাইনা খুজে ভব ধরায়,
দীল ক্বাবাতে খুজবো আমি যদি দিদার হয়।।


প্রেম হল বিশ্বাসের ভিত্তি,
প্রেম ছাড়া নাইরে মুক্তি।
এই প্রেম করিতে যে জন,
সুপে দিল আপন দীল মন;
সে কেমনে যাইবে বলো অনল নরকে,
মওলার প্রেমি হইলে কি আর ভয় হাসরে।
প্রভূ দয়াময় ও যার মুর্শিদ দয়াময়।।


অন্তরে প্রেম থাকতে হবে,
দেহ তে প্রাণ যতদিন রবে।
জপরে মন তোর মুর্শিদের নাম,
দেহ তরীর মায়া ছেড়ে পড়েক কোরআনের কালাম।
ঐ পথে তোর আছে বাঁধা,
কুপথে নাই প্রেমের সুধা।
কোনবা পথে বাইবি তরী,
হাতে আছে কি? তোর পাড়ের কড়ি।
একবার যদি প্রেম হয়ে যায়,
খোদার প্রেমে সে ডুবে রয়।।


মওলার সাথে প্রেম করিলে,
এই মানব দেহ যাবেনা বিফলে।
কিসের টাকা, কিসের হিসাব,
থেমে যাবে গোর আযাব।
বলে কবি সহিম উদ্দিন প্রেমের সময় সুযোগ পাইনি ভবে,
দেহমন ছিল আমার মায়ার জালে ডুবে।
মাফ করো হে দয়াময়,
ঘুম ভাঙ্গিলো এখন আমার চিনিতে তোমায়।।


১৭/০৯/২০১৮ ইং