চোঁখের জলে ভাসে যদি ছলনার ঐ তরী,
তবে তোমার সাথে প্রেম করে , কেন হব অভিসারী ?
দুই চোঁখ আমার যাবে ক্ষয়ে তোমার প্রাণে চেয়ে,
কি লাভ আমার হবে ? বল তোমার জন্য ক্ষয়ে  ।


বয়স আমার বাড়বে যখন , বলবে লোকে বুড়ী  ,
তখন কি আর হবে ? দিয়ে বেনারসি শাড়ী।
আমার তার চাইতে ভাল ঐ পথ ফিরে আসা,
তোমার হাতে না হয় যেন আমার সর্বনাশা !


যেমন আছি ,বেশ আছি, মনটা দিবোনা,
কারো হাতের খেলার পুতুল আমি হবনা !
মন চাইলেই পাইতে পারি হাজারও ছেলে,
বহু রুপি পাগল ভবে আমায় পাবে বলে।


আমি কেন ? অন্যের হাতের পুতুল হয়ে বুক ভাসাব চোঁখের ভানে ,
মিথ্যে আশায় পাগল হবো কেনো ? জেনে,শুনে।
দেখছি চোঁখে, শুনছি কানে তোমার ব্যাবহার,
এই অবস্থায় তোমার সঙ্গী হতে জানাচ্ছি ধিক্কার।


২৫/০৯/২০১৭ ইং