এক জনমে ছিলাম রুহ দুই জনমে আদম,
বেহেস্ত হতে আসলাম ভবে হইয়া ভবের অধম।।


রুহানি জগৎ এর কথা সৃষ্টি সবই একই ক্ষনে,
কেউ আগে নয়,কেউ পিছে নয় সব একই সাথে,
খাদ্য খানা,চিন্তা ভাবনা,
ছিলনা অনুসূচনা।
খোদার প্রেমে মনোমুগ্ধ ছিলাম অবিরাম,
ভাল মন্দ বুঝার উপায়,ছিলনা হালাল হারাম।
সে জগৎ ছেড়ে ভবে কেনো এলম।।


দয়ার সাগর, দয়া করে নূরে আদম সৃষ্টি করে,
দয়াল নবী পাড়ের কান্ডার,সৃষ্টি এক আল্লাহ র নূরে।
ভবে সবাই আসবে একদিন কেউ রবেনা ঐ জগৎ এ,
এই পৃথিবী ছেড়ে আবার যাবো ঐ জগৎ এ।
সেথায় হবে বিচার পাপপুণ্যের,
বিচার হবে মানব রুহের।
কবি সহিম উদ্দিন বলে ভাবিয়া,
খোদা তোমার দরবারে লাক্ষ শুকরিয়া,
ক্ষমা কইরো এই অধমের দোহায় মোহাম্মদের কসম।।


২৬/০৯/২০১৮ ইং