প্রসব দেবনায় কাতর হায়রে জননী,
কি কারনে গর্ভধারণ করলি "মা" আমি বুঝিনি।
নিশ্চিত বংশবিস্তার না হয় বিধির বিধান পালনে,
নিজের জীবন বিলিয়ে দিলি দেখলাম নয়নে।


এক টুকরো চাঁদের হাঁসি উপহার দিতেই নিয়েছিস বিদায়,
প্রার্থনা করি বেহেস্ত নসিব করে যেনো খোদায়।
দশ মাস,দশ দিন তোর উদরে বসে করেছে জ্বালাতন,
অর্ধাহারে,অনাহারে কেটেছে তোর ক্ষন।


তবু লোকে দেখেছে তোর হাঁসি মাখা মুখ,
তুই যেনো পেয়েছিলি জীবনে পৃথিবীর সব সুখ।
হয়তবা এই সুখের ভাগ কারো দিবিনা বলে,
সন্তান ভূমিষ্ঠ করে স্বর্গে গেলি চলে।