যুদ্ধে যাবো ,যুদ্ধে যাবো, করবো এদেশ স্বাধীন,
আমরা কেনো থাকবো বন্দি হয়ে পরাধীন।
ওদের কথা শুনবোনা আমরা দেশের ছেলে,
কি ভাবে করবো বাস ওদেরকে ভয় পেলে।


বিদায় দাওগো মা,বিদায় দাও মোরে,
যত দুরেই যাইবো আমি থাকবো তোমার অন্তরে।
আমি শহীদ হইলে তুমি দুখো করিওনা,
তোমার কোলে মানুষ আমি সইতে পারবো না।


আমার মতো হাজার ছেলে তোমার রয়েছে এদেশে,
আমি যদি যাই হারিয়ে তুমি থেকো ওদের ভালবেসে।
স্বাধীনাতা আনব কেড়ে, মাগো তোমায় দিবো উপহার,
এদেশ বাঙ্গালীর সাত কোটি জনতার।


আমরা কেনো জব্দ থাকবো বিদেশীদের হাতে,
কথায় কথায় হিসাব দিবো দিবারাতে।
মরলে যে,মা শহীদ হবো,বাঁচলে হবো গাজি,
যুদ্ধে মাগো যাবো আমি জীবন রেখে বাজী।


২৬/০৩/২০১৮