প্রাণ থাকতে দিলেনা জল আমার মুখে তুমি, কতইনা যন্ত্রণা দিয়েছো ? সইতে পারিনি আমি।
এক মুঠো ভাতের তরে ঘুরেছি দ্বারে দ্বারে,
কি লাভ পেয়েছি ? খোকা তোমায় পালন করে।


এখন মরনের পরে কত লোকজন ? ডেকে আয়োজন,
পোলাও,কোরমা, বিরিয়ানি দিয়ে ভজন।
মানুষকে দেখাচ্ছিস তুই,আমারে কত ভাল বাসিস,
একবার নিরবে বসে তুই নিজেই ভাবিস।


আকাশ বাতাস স্বাক্ষি রেখে বলছি, শোন হে খোকা,
আমার মত তুমিও কিন্ত খেওনাগো ধোঁকা ?
আমি তোমাকে দিয়েছি ক্ষমা করে,
পারলে একটু দোয়া করিও এসে আমার কবরে।


১৯/০৩/২০১৮