কিশোর বয়স মাত্র, আগমন করবে যৌবন,
ইতিমধ্যে ধরেছে ঘুনে কিশোর কিশোরীর মন।
নেশায় করেছে উম্মাদ মন বসেনা কাজে,
গোপনে খায় মাদক, প্রকাশে নয় লাজে।


যে কাজ করতে লজ্জা, রাষ্টীয় নিষিদ্ধ,
অথচ সেই কাজেই আজ গোটা পৃথিবী ব্যস্ত।
পিতার আঁড়ালে পুত্র, ভায়ের আঁড়ালে ভাই,
অন্ধকারে গোটা পরিবার দেখার কেউ নাই।


পিতা পুত্রে নেশায় মাতাল বোন হয়েছে ভবঘুরে,
আদর,যত্ন,শাসন করার কেউ নাইযে পরিবারে।
মাতা ব্যস্ত রান্নঘরে কিবা কিস্তির টাকার খোঁজে,
সব মিলিয়ে সোনার মেয়ে লিপ্ত খারাপ কাজে।


বলাই বাহুল্য যদিও লজ্জাকার,
ওদেরকে বাঁচাও, ওরা তোমার,আমার গোটা বাংলার পরিবার।
ওরা ধ্বংস হলে সারাদেশের হয় সমালোচনা,
ওদের ধর,ওদের ফিরাও, কেউ বসে থেকো না, বাংলার সকল সেনা।


এম এ সহিম উদ্দিন
  ২৪/০৫/২০১৮ ইং