মুর্শিদ যদি হইতো আমার,
দয়াল যদি হইতো আমার।
থাকতো না মনেতে ভয়,
দয়া করো ওহে দয়াময়।।


তোমার কাছে দেই ফরিয়াদ,
দাও গো প্রভূ আমায় সাফায়ত।
তুমি বিনে নাইযে কেহ আমার ভব বাসরে,
দয়াল তুমি আছো আমার অন্তরে।
আসছি একা, যাবো একা, মাঝে পেলাম মায়ার দেখা,
এই দেখাতেই হয় সর্বনাশ জীর্ণ হৃদয়।।


এক ঘরেতে জন্ম হইলো পিতা মাতা বলি তারে,
আরেক ঘরে জন্ম দিলাম রমনীর সংসার করে।
আরোও আছে ভাই, বোন,পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন।
এ সবের মায়ায় পড়ে মুর্শিদ তুমি হইছো গোপন।
কবি সহিম উদ্দিন বলে ভব মায়ার জ্বালে,
পড়েছি সাঁই তাইতো আমার বন্দি এ হৃদয়।।


০২/১০/২০১৮ ইং