মানুষের মনুষ্যত্ব যদি না থাকে তবে শয়তান বিদ্যমান,
বহুরুপে, নানানভাবে প্রলবিত করে জানায় আহ্বান।
অমনি মিথ্যে আশায়, সর্বনাশায় জড়িত হয় মন,
হাওয়ায় মিশে রেখে যাওয়া বাপ দাদার ধন।


সমাজে হয় নালিশ, সালিশ হয় কোটকাচারী,
দুনিয়াটায় যেন ভরা অত্যাচারী।
এমন মানুষের ভিরে আসল মনুষ খুজে পাওয়া দায়,
মানুষের তরে মানুষের কাঁদেনা হৃদয়।


বয়স যখন আসবে চেপে, পরবে তখন মনে,
সাগর জলে ভরবে হৃদয় নির্জনে।
যৌবনের সততা, সুকর্মের ফল,
হাজার তপস্যা করলে ও পাবেনা ফিরে শোনে রাখো শয়তানের দল।


১৭/০৩/২০১৮