মরুর বুকে ফুল ফুটেছে গন্ধ সারা ভুবনে,
কে যাইবি আয়রে সেথায় চাঁদ উঠেছে গগনে।।


ঐ ফুল না ফুটলে ভবে,
অন্ধকারে রইতাম ডুবে।
রোজ হাসরে করতো কে বল,
সাফায়ত এই আমারে।
ঐ ফুলের গন্ধে ভুবন,
ফিরে পেলো পূর্ণ জীবন।
চাঁদের মত ঝড়ে আলো দেখবি যদি আয় ঈমানে।।


হাছনা হেনা গোলাপ নয়রে,
ফুলের নামটি এই অন্তরে।
ক্বলবেতে আছে লেখা,
নূর নয়নে যায়রে দেখা।
কবি সহিম উদ্দিন বলে,
আমি তার দেখা পেলে।
প্রাণ ভরিয়া নিবো সুভাষ বসে কোন নির্জনে।


২২/০৯/২০১৮ ইং