নৃত্য,নীলা ভাবের খেলা,ভাব ফুরালে শেষ,
ভাব যে মনের খোরাক জোগায়, নেইতো তাই রেষ ।
টাকার তরে দেহ উম্মোচন,
ভাবে জার্গীত করে বুড়োর মন।
কিশোর থেকে বুড়ো সবাই লিপ্ত  অপকর্মে ,
বস্ত্রহীন নৃত্য, নীলা যুগের ফ্যাশন আছে কি কোন ধর্মে।


পূর্বে নাচিত নারী রাজমহলে হয়ে নিরুপায়,
রাজায় দেখিত তাহা হয়ে মুগ্ধময় ।
পূর্বে নাচিত নারী হয়ে নিরুপায় ,
এখন নাচে সুন্দরী ফ্যাশন পতিযোগীতায়।


হায়রে সময়, সময়ের কত দাম ?
সে যুগ এ যুগ কত ব্যবধান ।
অর্থ থাকলেই সব মিলে, মিলেনা অভিযোগ ?
শুধু হারাবে সততা, ভাঙ্গিবে ঈমান,জড়াবে মহামারী রোগ।


এম এ সহিম উদ্দিন
09/10/2016 ইং


কারো জীবনের সঙ্গে মিলে গেলে ক্ষমা করবেন,
কাউকে আঘাত দওয়ার জন্য নয় বরং সৎকাজে উৎসাহীত করার জন্য আমার লেখা।