ডুবো ডুবো লাল সূ্র্যটা কেন কাঁপছে,
এসব দেখে আমার হৃদয়টা ভাবছে ।
কেনো এমন দেখায় দিন শেষে সন্ধা বেলা?
প্রকৃতিরা নির্জনের আশায় ঝড়ছে মুখে লালা।


সারাটি রাত জোৎসনা মাখা মৃদুমধুর আলো,
ভয় কিসের অন্তরে মোর ?  লাগছে এলোমেলো !  
তবু যেন সব অগোছালো বৈশাখী ঝড়,
দেখিতে দেখিতে হৃদয়টা হয়েছে পাথর।


আজ বড্ড মনে পড়ছে ফেলে আসা দিনের কথা,
শৈশবকালে খেলেছি যথাতথা।
যৌবনে করেছি অবহেলা, করিনি বাচবিচার,
তাই বুঝি চারিপাশ এমন ভাবে হয়ে আসছে অন্ধকার।


২৮/০৩/২০১৮