প্রেম শিখাতে যেয়ে আমি নিজেই পরেছি প্রেমে,
বুঝিনি আগে এমন হবে, তবে কি আর যাইতাম তার সামনে।
প্রেমে পরেছি বলেই কি ? মনটা এমন চঞ্চল,
নাকি পতন হবো বলেই ? ভুলেছি নিজের অঞ্চল।


কত কি বলেছি তারে ? প্রেম বিদ্যা পাঠে,
নিজ হাতে করেছি সব চোখে ঠোটে।
ক্ষনিকের লজ্জায় কখনও ঢেকেছে রাঙা মুখ,
আবার সেথা ভুলে গেছে যখন করেছে অনুরুপ।


কথা কাটাকাটির মাঝে ছিল প্রবল সুখ,
একটু চোখের আড়াল হলেই শুন্যে কাঁপত বুক।
ফোনে চার্জেরর অজুহাতে সংযোগ দিতো কেটে,
আবার যখন দিতাম ফোন আনন্দে উঠত মেতে।


আপত্তিকর কথায় মনোযোগী থাকত সাধুর বেশে,
সময় পেলেই হাত চালাতো আমার ছোট কেশে।
মাহা মুশকিল দু'টানাতে পরে গেলাম আমি,
কখনও শিক্ষক কখনও হবু স্বমী।


নানা নাতনী হয় পরিচয়, চলে আলাপন,
কথায় কথায় নানার মুখে নাতীনের চুম্বন।
সম্পর্কটা পাল্টে গেল নাতীনের আবদার,
বন্ধু হয়ে চলবে এখন করবে ঘরসংসার।


নানার মুখে মেঘের পাহাড় হবে সর্বনাশ,
প্রেম শিখাতে এসে আমার ছিন্ন আবাস।
প্রেমের ফাঁদে পরেছে মন পিছানোর উপায় নাই,
চুপিচুপি আর কত ? চলো যুক্তি পত্রে  যাই।


০৮/০১/২০১৯ ইং